Posted by Reza Ahmed on 10:02
একনেতা এক রাজনৈতিক সভায় বক্তিতা দিচ্ছে। কিছুক্ষন পর একলোক এসে নেতার কানে আংগুল দিয়া ঘুটা দিয়া গেছে। নেতা মনে করছে তার ভক্ত, তো সে খুশি হইছে। সেই লোক এক মিনিট পর আবার এসে একই কাজ করছে। তো নেতা বলছে আমি খুশি হইছি, আর আশার দরকার নাই। কিন্তু লোকটা প্রতি মিনিটেই একবার করে আসে আর কানের ভিতর আংগুল দিয়া ঘুটা দেয়। সবাইতো হাসা শুরু করছে। তো নেতা গেছে চেইতা। সে তার চেলাদের কইছে...। অরে ধইরা কাপড় সব খুলে কঠিন শাস্তি দে। সবার সামনে অর পাছা মার। চেলারা তাই করতে গেছে। একটু পর এক চেলা দৌড়ায়ে আসছে। কয় স্যার ওর তো পাছায় ফুটাই নাই।
নেতা অবাক হয়ে দেখতে গেছে।
: তোর পাছায় ফুটা নাই কেন?
: আমি তো এই পৃথিবীর মানুষ না। আমি মঙ্গল গ্রহ থেকে এসেছি।
: তা তোদের গ্রহের লোকেরা পাছা মারে ক্যামনে?
: কেন আপনেরে এতখন যেমনে করলাম তেমনেই !
1 comments:
For Hot and Sexy Actress Click Here
Post a Comment